• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:৪৫:৫৯ (02-May-2024)
  • - ৩৩° সে:

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে গুরুত্ব দেয়া হচ্ছে: আনিসুর রহমান


সোমবার ১৪ই নভেম্বর ২০২২ সকাল ১১:৩২



লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে গুরুত্ব দেয়া হচ্ছে: আনিসুর রহমান

ছবি : সংগৃহীত

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তিনি বলেন, একদল নয়, নির্বাচনে সব দলের রেফারি হয়ে কাজ করতে চায় নির্বাচন কমিশন। 

রোববার (১৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা জানান তিনি। বলেন, জানুয়ারির মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প গৃহীত না হলে দেড়শ আসনে এই যন্ত্রে ভোট করা কঠিন হবে। এ সময় তিনি এও উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নে এখনও অনেক সময় আছে।

ইভিএমে নির্বাচন সংক্রান্ত প্রকল্প, টেকনিক্যাল কমিটির সুপারিশসহ সংশোধিত আকারে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে ‘নির্বাচনী ব্যবস্থায় ইভিএম ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা’ নামে এই প্রকল্পটি হাতে নেয় ইসি।

আরপিও সংশোধনী প্রসঙ্গে এ নির্বাচন কমিশনার বলেন, শেষ পর্যন্ত আইন মন্ত্রণালয় সাড়া না দিলে কমিশন রাষ্ট্রপতির দারস্থ হবে।

সব দলের আস্থা অর্জনে কমিশন কাজ করছে বলে জানান আনিসুর রহমান। রাজনৈতিক দলগুলো নিজেদের তাগিদেই ভোটে আসবে বলেও মনে করেন তিনি। ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে বলেও জানান ইসি আনিসুর।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ