• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৪:৫২ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

জাতীয় নির্বাচনের আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত


রবিবার ১লা অক্টোবর ২০২৩ সকাল ১১:০২



জাতীয় নির্বাচনের আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

চলতি অক্টোবরের মাঝামাঝিতে নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মাত্র দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। তার শরীরে সর্দি ও ফ্লুর লক্ষণ রয়েছে এবং পরে করোনা পরীক্ষা করা হলে তাতে তিনি পজিটিভ হন। এই পরিস্থিতিতে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন এবং সেখান থেকেই দায়িত্বপালন করছেন।

রবিবার (১ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স করোনায় আক্রান্ত হয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার থেকে হিপকিন্সের শরীরে সর্দি এবং ফ্লুর লক্ষণ রয়েছে। এই পরিস্থিতিতে আগামী পাঁচ দিন বা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তিনি জুমের মাধ্যমে যে কাজগুলো করতে পারেন তা চালিয়ে যাবেন।’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->