• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:৫৮:০১ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

ভারতে পাথরের খনি ধসে ৮ শ্রমিক নিহত , আটকে আছে অন্তত ১৫


মঙ্গলবার ১৫ই নভেম্বর ২০২২ বিকাল ০৩:২২



ভারতে পাথরের খনি ধসে ৮ শ্রমিক নিহত , আটকে আছে অন্তত ১৫

ছবি : সংগৃহীত

ভারতের পাথরের খনি ধসে আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অন্তত ১৫ জন আটকে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

সোমবার (১৪ নভেম্বর) মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরাম হাথিয়াল জেলায় ঘটে এ ঘটনা। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল কর্মীরা। মঙ্গলবার সকালে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হানথিয়ালের পুলিশ সুপার (এসপি) বিনীত কুমার জানান, সোমবার রাতে শ্রমিকরা খনিতে কাজ করছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ করে খনিতে ধস নামে। যারা কাজ করছিলেন তাদের মধ্যে সৌভাগ্যবশত একজন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বাকিরা সেখানেই আটকা পড়েন।

এ নিয়ে হানথিয়াল জেলার ডেপুটি কমিশনার আর. লালরেমসাঙ্গা জানিয়েছেন, মরদেহগুলোর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। শ্রমিকদের তালিকা দেখে সেখান থেকেই শনাক্ত করা হবে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ