• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৫৯:৩৩ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের স্কুলে ট্রান্সজেন্ডারের বন্দুক হামলায় নিহত ৬


মঙ্গলবার ২৮শে মার্চ ২০২৩ দুপুর ১২:৫৬



যুক্তরাষ্ট্রের স্কুলে ট্রান্সজেন্ডারের বন্দুক হামলায় নিহত ৬

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিলের একটি স্কুলে বন্দুক হামলায় ৩ শিশুসহ প্রাণ গেছে ৬ জনের। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। বন্দুকধারীর গুলিতে নিহত ছয়জনের মধ্যে তিন শিশু স্কুলটির শিক্ষার্থী এবং বাকি তিনজন স্কুলটির কর্মচারী ছিলেন। নিহত ৩ শিশুর বয়স ৯ বছর। 

স্থানীয় সময় সোমবার সকাল ১০ টার দিকে, বেসরকারি খ্রিস্টান স্কুলটিতে এলোপাতাড়ি গুলি চালায় ২৮ বছর বয়সী এক ট্র্যান্সজেন্ডার নারী অড্রে এলিজাবেথ হেল। তিনি স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়। পরবর্তীতে স্কুলের বারান্দায় পুলিশের সাথে গোলাগুলিতে প্রাণ যায় তার। 

ন্যাশভিল মেট্রোপলিটান পুলিশ জানায়, হামলাকারীর কাছ থেকে দুটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। 

নাশভিলের পুলিশপ্রধান জন ড্রেকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। তবে সন্দেহভাজন ওই হামলাকারী স্কুল ভবনটির প্রবেশপথসহ বিস্তারিত মানচিত্র এঁকেছিলেন। এ ছাড়া তিনি একটি ‘ইশতেহার’ ও অন্যান্য লেখা রেখে গেছেন। তদন্তকারীরা এগুলো এখন তদন্ত করছেন। 

হামলার ঘটনায় শোক প্রকাশ করে বন্দুক সহিংসতা বন্ধে পদক্ষেপ নেয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

চলতি বছরে যুক্তরাষ্ট্রে স্কুলে এখন পর্যন্ত ৮৯টি গুলির ঘটনা ঘটেছে। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রজুড়ে ৩০৩টি এমন ঘটনা ঘটেছিল।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->