• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে ভাদ্র ১৪৩১ ভোর ০৫:৩৬:৩০ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত


শুক্রবার ২৬শে জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৪২



বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের মিশন হার দিয়ে ‍শুরু করেছিল বাংলাদেশে নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড ও মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। তবে সেমিফাইনালটি ভালো হলো না বাংলাদেশের মেয়েদের জন্য। ভারতের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে জ্যোতিরা। এই ম্যাচে ন্যুনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশের ব্যাটার-বোলাররা।

শুক্রবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় শেষ চারের লড়াইয়ে টুর্নামেন্ট ফেবারিট ভারতের বিপক্ষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। টেনেটুনে ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ করতে পারে ৮০ রান। ১১ ওভারেই কোনো উইকেট না হারিয়ে সেই রান পেরিয়ে যায় ভারত।

১০ উইকেটের বিশাল জয়ে আরও একটি এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিলো হারমানপ্রীত কৌরের দল। সন্ধ্যায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে আগামী ২৮ জুলাইয়ের ফাইনালে খেলবে ভারত।

রান তাড়ায় ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ৩৯ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৯টি চার ও ১টি ছক্কা ছিল তার ইনিংসে। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারমানপ্রীত কৌরের ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙেছেন মান্ধানা। কৌরের রান ৩ হাজার ৪১৫ আর মান্ধানার রান ৩ হাজার ৪৩৩। শেফালী ভার্মা কিছুটা স্বভাববিরুদ্ধ ব্যাটিং করে ২৮ বলে অপরাজিত থাকেন ২৬ রানে।

অন্যদিকে, বাংলাদেশ ইনিংসের ব্যাটিংয়ের ছবি ছিল সম্পূর্ণ উল্টো। অধিনায়ক জ্যোতির ৫২ বলে ৩২ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। পাওয়ার প্লে‘তেই ভারতীয় পেসার রেনুকা সিংয়ের গতি সামলাতে পারেনি টপ অর্ডারের তিন ব্যাটার দিলারা আক্তার, মুরশিদা খাতুন ও ইশমা তানজিম। রেনুকার প্রথম স্পেলে তিনজনই আউট হয়ে যখন ফেরেন তখন দলের রান মাত্র ২১। রেনুকা শেষ পর্যন্ত ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

মাঝের ওভারে আরেকটি ধস নামান বাঁহাতি স্পিনার রাধা যাদব। তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

মন্তব্য করুনঃ


-->