• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৪:০৮ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না পদ্মায়; চরম বিপাকে জেলেরা


শনিবার ২৯শে জুন ২০২৪ বিকাল ০৪:১১



ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না পদ্মায়; চরম বিপাকে জেলেরা

ছবি: সংগৃহীত

সাইফুল ইসলাম, ভেদরগঞ্জ, শরীয়তপুর: 

ইলিশ সম্পদ উন্নয়নের লক্ষে নিষেধাজ্ঞার পর নদীতে নেমেছেন জেলেরা। ধার-দেনা করে আর এনজিও থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা মেরামত করেছেন অনেকে। আশা ছিলো, নদীতে ঝাঁকে ঝাঁকে মিলবে রুপালি ইলিশ। শোধ হবে দায় দেনা। আর সুদিন আসবে পরিবারে। কিন্তু নদী থেকে জাল টেনে নিজেরাই হতাশ জেলেরা। মুখর হাসি মুছে গেছে উপজেলার চরভাগা, কাঁচি কাটা, উত্তর ও দক্ষিণ তারাবুনিয়ার জেলেপাড়ার বাসিন্দাদের। 

ইলিশের সংকটের কারনে স্থানীয় আড়তগুলোতেও ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার পথে বলে জানাচ্ছেন আড়ৎদাররা। এদিকে নাব্য সংকট,নদীদ‚ষণ ও ইলিশের অভয়াশ্রমের প্রবেশপথ ভরাট হয়ে পড়ায় কাঙ্খিত ইলিশের দেখা মিলছে না বলে দাবি মৎস্য বিভাগের। তবে ভরা বর্ষায় ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলবে বলে আশা মৎস্য কর্মকর্তার। 

ভেদরগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম বলেন জাটকা সংরক্ষণ অভিযানের সুফল মিলবে ভরা মৌসুমে, এমন প্রত্যাশা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->