চ্যানেল এস ডেস্ক:
দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আর এই অন্তর্র্বতীকালীন সরকারের অধীনেই পরিচালিত হবে দেশের সকল কার্যক্রম।
সেনাপ্রধান বলেন, নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা হবে রাষ্ট্রপতির সঙ্গে। সকল হত্যা ও অন্যায়ের বিচার হবে উল্লেখ করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান ওয়াকার-উজ-জামান। এসময় অচিরেই দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
এ পরিস্থিতিতে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর, বিকেল চারটায় জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মন্তব্য করুনঃ