• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:০১:২৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র‍্যালি


শুক্রবার ২৮শে জুন ২০২৪ সকাল ১১:২৭



ছবি: সংগৃহীত

শেখ সুলাইমান কবীর, চ্যানেল এস: 

সাত সকালে বৃষ্টি উপেক্ষা করে সাইকেল নিয়ে জাতীয় সংসদের সামনে হাজির হাজারো মানুষ। উপলক্ষ দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম বা প্লাটিনাম জন্মজয়ন্তি উদযাপন। জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা, টি-শার্ট আর স্লোগানে এক উৎসবমুখর পরিবেশ। 

প্রধান অতিথি হিসেবে র‌্যালীর উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে আগাচ্ছে। 

ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধু কন্যা যা করেন তা বাংলাদেশের স্বার্থেই। স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি কোনো বন্ধুত্বে আবদ্ধ হন না।

র‌্যালীটি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আগাঁরগাও, আসাদ গেইট হয়ে ধানমন্ডী ৩২ এ গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র যারা বাইসাইকেল লেন দখল করে রাখছে তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন। 

এসময় মেয়র আরও বলেন, শীঘ্রই বিভিন্ন ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে পরিকল্পিত খেলার মাঠ পরিকল্পিত নির্মাণ করা হবে। 

র‌্যালীতে অংশ নেয়া আওয়ামী লীগ নেতারা জানান, দলের প্লাটিনাম জয়ন্তি উদযাপন করতে সারাদেশে বছরজুড়ে নানান কর্মসূচি চলমান থাকবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->