চ্যানেল এস ডেস্ক:
ইতালিতে স্পন্সর ভিসায় জালিয়াতির অভিযোগে বাংলাদেশিসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
মোটা অংকের অর্থের বিনিময়ে স্পন্সর ভিসার মাধ্যমে অনেক অযোগ্য প্রার্থীরা সুযোগ পাচ্ছেন - সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি জানান, এই প্রক্রিয়ায় জড়িতরা মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত। প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়েচড়ে বসে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা। এরই পরিপ্রেক্ষিতে শুরু হয় অভিযান।
এরপর দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় ৪৪ জনকে। এরমধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দী এবং সাত জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়। অভিযানে দালালদের কাছ থেকে নগদ প্রায় ছয় মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুনঃ