চ্যানেল এস ডেস্ক:
টানা তিনদিন সাধারণ ছুটি এবং দু’দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ দিন বন্ধ থাকার পর আজ খুলেছে অফিস আদালত। খুলেছে ব্যাংক বীমা, তৈরি পোশাক ও শিল্প কারখানা। খুলেছে শপিংমল, দোকানপাট।
অফিস সব অফিসের কার্যক্রম শুরু হয়েছে বেলা ১১টা থেকে। অফিস ও ব্যাংক খোলা থাকবে বিকেল তিনটা পর্যন্ত। বেশ কয়েকদিন পর কর্মস্থলে ফিরে উচ্ছসিত কর্মীরা। জীনবযাত্রা স্বাভাবিক হয়ে আসায় স্বস্তিতে সাধারণ মানুষও। এদিকে আজকের মতো আগামিকালও কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত। ঢাকা নারায়নগঞ্জ ও গাজীপুর ছাড়া বাকি সব জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এছাড়া, বুধ ও বৃহস্পতিবার আদালতের কার্যক্রম চলবে বলে মঙ্গলবার জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
মন্তব্য করুনঃ