চ্যানেল এস ডেস্ক:
দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল বিদেশে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে তিনি বলেন- যারা সহিংসতা করেছে তারা দেশের আনাচেকানাচেই লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করতে দেশবাসীর কাছে সহযোগিতার আহান জানান প্রধানমন্ত্রী।
এসময় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ে ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়।
মন্তব্য করুনঃ