চ্যানেল এস ডেস্ক:
চলতি বছর দুই দফায় বন্যার পানিতে তলিয়ে যায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৪৫ টি ইউনিয়ন। পানি নেমে যাওয়ার পর ভেসে উঠে কাঁচা পাকা সড়ক, ব্রিজ ও কালভার্টের ক্ষতচিহ্ন। বন্যার পানিতে সড়কের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড়বড় গর্ত । নড়বড়ে হয়ে গেছে কালভার্ট ও ব্রিজ। এতে চরম বিপাকে পড়েছেন সড়কগুলোতে চলাচল করা মানুষ। ভাঙ্গা সড়কে চলতে গিয়ে নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ।
বন্যার পানি নেমে যাওয়ার পর দেড়মাস অতিবাহিত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক, ব্রিজ ও কালভার্ট সংস্কারের জন্য নেয়া হয়নি কোন উদ্যোগ। কেবল আশার বাণি শুনিয়ে যাচ্ছে এলজিইডি বিভাগ।
কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় কাঁচা-পাকা সড়কের মোট দৈর্ঘ্য ৩হাজার ৯শত ৪৮ কি.মি.। আর ব্রীজ ও কালভার্টের দৈর্ঘ্য ১৯ হাজার ৮শত ৩৯ মিটার। এবছর বন্যায় ১৭৩ কি.মি সড়ক এবং ২১৩ মিটার ব্রীজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য করুনঃ