• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১২:০৩:৩১ (31-Dec-2024)
  • - ৩৩° সে:

কাদের–চুন্নু দল থেকে এরশাদের নাম মোছার ষড়যন্ত্র করেছিল: রওশন


শুক্রবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৩৪



কাদের–চুন্নু দল থেকে এরশাদের নাম মোছার ষড়যন্ত্র করেছিল: রওশন

ছবি: সংগ্রহীত

চ্যানেল এস ডেস্ক: 

জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টি থেকে এরশাদের নাম মুছে ফেলতে নানা ষড়যন্ত্র করেছিল বলে দাবি করেছেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। আজ শুক্রবার গুলশানে তার নিজ বাসভবনে মহিলা দলের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন। 

এ সময় রওশন এরশাদ বলেন, ‘একটি মহল জাতীয় পার্টিতে এরশাদ ভক্তদের কোণঠাসা করে রেখেছিল, তারা দলের অনেক ক্ষতি করেছে।’ 

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বলেন, ‘জিএম কাদের এবং মুজিবুল হক চুন্ন পার্টি থেকে এরশাদের নাম মুছে ফেলতে নানা ষড়যন্ত্র করেছিল। এ কারণে জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো তাদের দল থেকে সরানো হয়নি।’ 

সামনের দিনে দলকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘দলকে সঠিক পথে নিয়ে আসতে ৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিলের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া হবে।’  

সবাই এরশাদের আদর্শের জাতীয় পার্টিতে ফিরে আসারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যাদের অব্যাহতি দেওয়া হয়েছিল কিংবা যাদের বহিষ্কার করা হয়েছিল; তাদের সবাইকে আমি পল্লিবন্ধুর রেখে যাওয়া পতাকা তলে আবার নিয়ে এসেছি।’ 

রওশন আরও বলেন, ‘জাতীয় পার্টির নারী নেত্রীরা তাদের অনেক দুঃখ-বেদনা, ক্ষোভের কথা বলেছেন। আমার মনটাও অনেক ভারাক্রান্ত হয়ে গেছে। জাতীয় পার্টির এমন অগণিত নেতাকর্মীর মনের যন্ত্রণা ঘোচাতেই আজ আমাকে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিতে হয়েছে।’ 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->