• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৩৬:৫৫ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

তুরস্কের আদনান ওকতারকে ৮৬৫৮ বছরের কারাদণ্ড প্রদান


বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ দুপুর ০২:৫৮



তুরস্কের আদনান ওকতারকে ৮৬৫৮ বছরের কারাদণ্ড প্রদান

ছবি : সংগৃহীত

তুরস্কের একটি আদালত আদনান ওকতার নামে এক ব্যক্তিকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। এক দশক আগের পুরোনো এক মামলার পুনর্বিচারে এ সাজা ঘোষণা করা হয়েছে।  অন্যকে ফাঁদে ফেলে দাবি আদায় করা, যৌন নিপীড়ন, অর্থ পাচার এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে এত দিনের কারাদণ্ডের সাজা হয়েছে।  খবর ডেইলি সাবাহ’র।

৬৬ বছর বছর বয়সী আদনান ওকতার তুরস্কের ইসলামিক টেলিভিশনের বক্তা ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থের লেখক। টেলিভিশনে নিজেকে মুসলিম মতাদর্শ প্রচারক আখ্যা দিতেন তিনি।  এর আগে এক মামলায় তার ১ হাজার ৭৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।

২০২১ সালে ৬৬ বছর বয়সী এই বৃদ্ধকে যৌন নিপীড়ন, নাবালিকাদের যৌন নির্যাতন, জালিয়াতি, রাজনৈতিক, সামরিক গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অপরাধের জন্য ১ হাজার ৭৫ বছরের সাজা দেয়া হয়েছিল।  কিন্তু উচ্চ আদালতে সেই রায় বাতিল করা হয়।  পুনর্বিচারে ইস্তাম্বুলের উচ্চ আদালত যৌন নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগে আদনান ওকতারকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেন।

এছাড়া আরও ১০ জন সন্দেহভাজনকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ওই আদালত।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ