• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:১২:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

যেকোনো মূল্যে বেগম জিয়াকে মুক্তি করে আনতে হবে: মির্জা ফখরুল


রবিবার ৩০শে জুন ২০২৪ দুপুর ১২:৩৫



ছবি: চ্যানেল এস

মোঃমামুনুর রহমান, চ্যানেল এস: 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি।  এতে ঢাকা মহানগরী ছাড়াও খন্ড খন্ড মিছিল নিয়ে আশপাশের জেলার বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

বিএনপি সিনিয়র নেতারা অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারনে বেগম জিয়াকে বন্দী করে রেখেছে সরকার। এসময়  তার মুক্তির দাবিও জানান তারা।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান,বেগম জিয়া মৃত্যুর সঙ্গে পান্জা লড়ছে তার কোন ক্ষতি হলে যেকোন পরিনতির জন্য সরকার দায়ী থাকবে।এসময়ে তিনি ভারত চুক্তির সমালোচনা করে বলেন,এ চুক্তি জনস্বার্থ বিরোধী,ভারতকে সব উজাড় করে দিয়ে আসা হয়েছে।

গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনের সমাবেশেই ফলাফল চূড়ান্ত হতো বিজয়ের যদি আমরা পাল্টা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু সেদিন মৃত্যু ভয়ে পারিনি, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বেগম জিয়ার মুক্তির আন্দোলনে রাজনৈতিক দলগুলোকে আরো সোচ্চার হওয়ার আহবান জানিয়ে সমাপনী বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করেন বিএনপি মহাসচিব। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->