• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০১:৫০ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

প্রমদতরী ডুবে ব্রিটিশ ধনকুবেরসহ নিখোঁজ ৬


মঙ্গলবার ২০শে আগস্ট ২০২৪ দুপুর ০২:৫৭



প্রমদতরী ডুবে ব্রিটিশ ধনকুবেরসহ নিখোঁজ ৬

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  

ইতালির সিসিলি ভূমধ্যসাগরীয় উপকূলে বিলাসবহুল প্রমোদতরী ডুবে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ এবং তার মেয়ে হান্নাসহ ৬ জন নিখোঁজ রয়েছেন। 

আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, সোমবার ইতালির সিসিলি উপকূলে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চের নিজস্ব প্রমোদতরী প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এটি ছিল ১৮৪ ফুটের বিশাল দৈর্ঘ্যের। এতে ক্রুসহ মোট ২২ জন ছিলেন, যার মধ্যে যাত্রীর সংখ্যা ১২। দুর্ঘটনায় প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ এবং তার মেয়ে হান্নাসহ ৬ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া একটি মরদেহসহ উদ্ধার করা হয়েছে ১৬ জনকে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->