চ্যানেল এস ডেস্ক:
চলমান এইচএসসি পরীক্ষা ছাড়াও চলতি সপ্তাহে ঢাকা মহানগরীতে উল্টো রথযাত্রা, তাজিয়া মিছিলসহ বেশকিছু কর্মসূচি থাকায় নগরবাসীর জনদুর্ভোগ কমাতে ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগ সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন ট্রাফিক-দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাপ্তাহিক ট্রাফিক আপডেট নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন,চলতি সপ্তাহের ট্রাফিক চ্যালেঞ্জ মাথায় রেখেই ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্মানিত নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে রাতদিন কাজ করছেন আটটি ট্রাফিক বিভাগসহ টিম ডিএমপির সকল সদস্য।
মন্তব্য করুনঃ