• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:৪৮:০৭ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

সরকার পরিবর্তনে এখন আর জনগণের হাত নেই: জিএম কাদের


শনিবার ১১ই মে ২০২৪ দুপুর ০২:৩২



সরকার পরিবর্তনে এখন আর জনগণের হাত নেই: জিএম কাদের

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সরকার পরিবর্তনে এখন জনগণের হাত নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (১১ মে) দুপুরে বনানীতে জাতীয় পার্টির মহানগর উত্তরের মহবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। 

জাপা চেয়ারম্যান বলেন, জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে- এমন কিছু ঘটছে না। দেশে জনগণের কথা বলারই অধিকার নেই। বলতে গেলেই নানা রকম সমস্যা। 

তিনি বলেন, একটা শক্তি নিয়ে সরকার দেশ দখল করেছে। জনগণ তাদের কথা শুনতে বাধ্য। সরকার সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের কাঁধে চেপে বসে আছে বলেও মন্তব্য করেন তিনি। 

জিএম কাদের বলেন, সরকারের আমলে ধনী-দরিদ্রের বৈষম্য দিন দিন বাড়ছে। যার ফলে জনগণের মনে হতাশা বাড়ছে। সমাজের প্রত্যেক ক্ষেত্রে সরকার বৈষম্য সৃষ্টি করেছে। বৈষম্য সৃষ্টির জন্য নোবেল দেয়া হলে সেটি আওয়ামী লীগ পেতো। সরকারের দুরদর্শিতার অভাবে গ্যাস ও বিদ্যুৎ খাতে সঙ্কট দেখা দিয়েছে বলেও এসময় মন্তব্য করেন তিনি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->