• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৪:৩৩ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

অধিকৃত ইউক্রেনের ৪ অঞ্চলে নির্বাচনে পুতিনের দলের জয়


সোমবার ১১ই সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:০২



অধিকৃত ইউক্রেনের ৪ অঞ্চলে নির্বাচনে পুতিনের দলের জয়

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ 

রাশিয়ার সঙ্গে যুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চলে আঞ্চলিক ও পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভোট গ্রহণ শেষ হয়। 

মস্কো ও রুশ নিযুক্ত কর্মকর্তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসনের ভোটাররা পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টিকে সমর্থন করেছেন। ৭০ শতাংশ ভোট পুতিনের দল পয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে ভোটের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

রাশিয়ার কয়েকটি মিত্র ব্যতীত কেউ এই অঞ্চলকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়নি। 

এদিকে ইউরোপের শীর্ষস্থানীয় মানবাধিকার গোষ্ঠী কাউন্সিল অফ ইউরোপ এই নির্বাচনকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। অন্যদিকে কিয়েভ এবং তার মিত্ররা বলেছে, এটি ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অঞ্চলগুলিতে মস্কোর নিয়ন্ত্রণ জোরদার করার একটি অবৈধ প্রচেষ্টা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->