• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ০৭:২৩:৩৯ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

ইউক্রেনকে যুদ্ধ বিমান দিয়ে কেবল শত্রুতাই বাড়াচ্ছে পশ্চিমারা: রাশিয়া


শনিবার ১৮ই মার্চ ২০২৩ দুপুর ০২:৪৬



ইউক্রেনকে যুদ্ধ বিমান দিয়ে কেবল শত্রুতাই বাড়াচ্ছে পশ্চিমারা: রাশিয়া

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনকে সরবরাহ করা সব যুদ্ধবিমান ধ্বংস করে দেয়া হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, এসব যুদ্ধবিমান দিয়ে কেবল শত্রুতা বাড়াচ্ছে কিয়েভের মিত্ররা। খবর রয়টার্সের।

দিমিত্রি পেসকভ বলেন, এসব যুদ্ধবিমান দিয়ে কোনো সুবিধা করতে পারবে না কিয়েভ। কেবল শত্রুতা বাড়াবে। অবশ্যই সামরিক অভিযানে টার্গেট হবে এগুলো। সব যুদ্ধবিমান ধ্বংস করে দেয়া হবে।

প্রসঙ্গত, ইউক্রেনের যুদ্ধ বিমানের আবদার পূরণ করতে শুরু করেছে মিত্ররা। প্রথম দেশ হিসেবে ন্যাটোভুক্ত পোল্যান্ড, কিয়েভকে ফাইটার জেট দেয়ার ঘোষণা দিয়েছে। তাদের অনুসরণ করেছে জোটভুক্ত আরেক দেশ স্লোভাকিয়াও। দু’দেশই ইউক্রেনকে দেবে মিগ টুয়েন্টি নাইন। অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান পাচ্ছে কিয়েভ। বেশ পুরনো হওয়ায় কতটা কার্যকর হবে এসব ফাইটার জেট তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে।

সোভিয়েত যুগে রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান মিগ-২৯। সত্তরে দশকে মিকোইয়ান ডিজাইন ব্যুরোর তৈরি যুদ্ধযানটি রুশ বিমান বহরে যুক্ত হয় ১৯৮৩ সালে। সোভিয়েত আমলে তৈরি সবচেয়ে আলোচিত যুদ্ধবিমান এটি। তাছাড়া সুপারসনিক ফাইটার জেট মিগ-২৯ যেকোনো আবহাওয়ায় ব্যবহার উপযোগী।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ