• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৫:১০ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্ষকদের উৎসব চলছে: রিজভী


মঙ্গলবার ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:০৪



দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্ষকদের উৎসব চলছে: রিজভী

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেটের এমসি কলেজের মতো বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখন ধর্ষকরা উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) যুবদলের নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, দেশে এক দুর্বিষহ দুঃশাসন চলছে। বিএনপিসহ বিরোধী দলের ওপর নিপীড়ন চলছে। নেতাকর্মীদের বাড়িঘর তছনছ করা হচ্ছে। ছেলেকে না পেলে বাবাকে বা ভাইকে, বাবাকে না পেয়ে ছেলেকে এমনকি নারীদেরও তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা দাঁড়ালেই মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে। কারণ- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের এমসি কলেজের মতো দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এখন ধর্ষকদের উৎসব চলে।

এ সময় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের লড়াই চালানোর আহ্বান জানান রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। জনগণ একদিন গুম-খুনের বিচার করবে। দেশের ঐক্যবদ্ধ মানুষের আন্দোলনে এই সরকারের পতন অনিবার্য বলেও মন্তব্য করেন বিএনপির এইনেতা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->