• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:৫৪:০৪ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

ইসরায়েল লেবাননে হামলা চালালে 'ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে'


শনিবার ২৯শে জুন ২০২৪ সকাল ১১:৪৮



ইসরায়েল লেবাননে হামলা চালালে 'ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে'

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

গত আট মাস ধরে তারা ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে । 

গত কয়েক মাস ধরে হিজবুল্লাহর এসব হামলার তীব্রতা আরও বেড়েছে। হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা না চালাতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল। 

এরেইমধ্যে ইরানের জাতিসংঘের মিশন- ইসরায়েল লেবাননে হামলা চালালে ‘ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’ বলে হুমকি দিয়েছে। এছাড়া ওই অঞ্চলে তাদের যেসব প্রক্সি প্রতিরোধ বাহিনী রয়েছে তারা সবাই যুদ্ধে যোগ দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। 

মন্তব্য করুনঃ


-->