• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:০০:১১ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

কারাগারে গোপনে অ্যাসাঞ্জের স্ক্যাচ


বৃহঃস্পতিবার ২৭শে জুন ২০২৪ বিকাল ০৫:৫৭



ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

এই বছর আর্কিবল্ড পুরস্কারের বিচারকরা শিল্পী শন গ্ল্যাডওয়েলের আঁকা জুলিয়ান অ্যাসাঞ্জের প্রতিকৃতি দেখে চমেক উঠেন। কারণ মর্যাদাপূর্ণ এই পোট্রেট প্রতিযোগিতার প্রথম শর্ত হলো- শিল্পীকে বিষয়ের সাথে একটি "লাইভ সিটিং" থাকতে হবে, যা কঠিন ছিল, কারণ, অ্যাসাঞ্জ বেলমার্শ কারাগারে বন্দী ছিলেন। 

বেলমার্শে কারাগারের নিপীড়নমূলক বিধিনিষেধের কারণে, গ্ল্যাডওয়েলকে  কাগজ বা কলম নিতে দেয়া হয়নি। তাই গ্ল্যাডওয়েল পঁচিশ পাউন্ডের নোটে চকোলেট দিয়ে অ্যাসাঞ্জের স্কেচ করেছিলেন। আর এই আইডিয়াটাও দিয়েছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। 

অস্ট্রেলিয়া আর্ট গ্যালারির হেড কিউরেটর ওয়েন টিউনিক্লিফ বলেন

এটি অসাধারণ এক আইডিয়া ছিল। তিনি গ্ল্যাডওয়েলকে কারাগারের ক্যান্টিন থেকে চকোলেট কেনার জন্য নগদ -২৫ ব্রিটিশ পাউন্ড, সাথে আনতে বলেন।  গ্ল্যাডওয়েল সেই চকলেটটি রঙ হিসেবে ব্যবহার করে তার নখ দিয়ে ব্রিটিশ পাউন্ডের ওপর স্কেচ করেন।

পাঁচজন কারারক্ষীর নজরদারির মধ্যে থেকেও, গ্ল্যাডওয়েল গোপনে অ্যাসাঞ্জের স্কেচ করে এবং নোটটি তার সাথে করে জেল থেকে বের করে আনতে সক্ষম হন। এরপর সেটি তুলে ধরেন ক্যানভাসে। 

শন গ্ল্যাডওয়েল এই প্রতিকৃতিটিকে 'রাজনৈতিক নিপীড়ন, মনস্তাত্ত্বিক নির্যাতন এবং জুলিয়ান অ্যাসাঞ্জের অবৈধ বন্দিত্বের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে বর্ণনা করেছেন। গ্ল্যাডওয়েলের মতে জুলিয়ান অ্যাসাঞ্জ একজন জীবন্ত সক্রেটিস, স্পার্টাকাস, নেড কেলি এবং কার্ল মার্কস। 

অ্যাসাঞ্জের প্রতিষ্ঠিত উইকিলিকস ২০১০ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেয়। ওই সব নথির মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধ সম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত আরো ৪০ হাজার নথি ছিল। ওই বছরই মার্কিন সেনাবাহিনীর একটি ভিডিও প্রকাশ করে উইকিলিকস। সেখানে ২০০৭ সালে বাগদাদে অ্যাপাচি হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে রয়টার্সের দুজন সংবাদকর্মীসহ এক ডজন মানুষকে হত্যা করতে দেখা যায়।

জুলিয়ান অ্যাসাঞ্জের গ্ল্যাডওয়েলের এই প্রতিকৃতিটি ২০২৪ আর্কিবল্ড পুরস্কারের চূড়ান্ত প্রতিযোগী ছিল ।

মন্তব্য করুনঃ


-->