• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:১৭:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

গ্রেপ্তার ভারতীয়র বিরুদ্ধে প্রমাণের নথি দেবে না যুক্তরাষ্ট্র


শুক্রবার ১২ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:০৮



গ্রেপ্তার ভারতীয়র বিরুদ্ধে প্রমাণের নথি দেবে না যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের মাটিতে খলিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে খুনের ছক কষার দায়ে নিখিল গুপ্তাকে গ্রেপ্তার করেছিল মার্কিন গোয়েন্দারা। ঐ মামলায় নিখিলের আইনজীবীর আবেদনের ভিত্তিতে মার্কিন গোয়েন্দাদের তথ্যপ্রমাণ পেশ করতে বলেছে দেশটির একটি আদালত। এই নির্দেশে আশার আলো দেখছেন নিখিল ও তার পরিবার। আইনি প্রক্রিয়ায় দ্রুত মুক্তি চাইছেন তারা। যদিও মার্কিন প্রশাসন জানিয়েছে, গুপ্তাকে চেক প্রজাতন্ত্র থেকে ফিরিয়ে এনে আদালতে হাজির করলেই প্রমাণের নথি আদালতে উপস্থাপন করা হবে। 

একটি মার্কিন রিপোর্টে বলা হয়েছিল, আমেরিকার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, নাম না করে রিপোর্টে গুরপতবন্ত সিং পান্নুনের কথাই তুলে ধরা হয়েছিল। ঐ রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। তারপরেই নিখিলের গ্রেপ্তারির খবর মিলেছিল। 

এর পর থেকেই চেক প্রজাতন্ত্রে বন্দি রয়েছেন নিখিল। মার্কিন সরকারি আইনজীবী অভিযোগ এনেছেন, ভারতীয় সরকারের এক কর্মীর সঙ্গে যৌথভাবে মার্কিন ও কানাডার দ্বৈত নাগরিক খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করেন নিখিল। 

এদিন নিউ ইয়র্কের আদালতে নিখিলের মামলা শুনানি চলে। সেখানে ভারতীয় যুবকের আইনজীবী মার্কিন গোয়েন্দাদের আদালতে প্রমাণ পেশ করার কথা বলেন। বিচারিক সেই দাবি মেনে তিন দিনের মধ্যে মার্কিন গোয়েন্দাদের প্রমাণ পেশ করতে বলেছেন বলে জানা গেছে। তৃতীয় দিনে মার্কিন কৌঁসুলিরা আদালতকে জানিয়েছে, নিখিলকে চেক প্রজাতন্ত্র থেকে ফিরিয়ে এনে আদালতে উপস্থাপন করলেই তারা প্রমাণের নথিপত্র জমা দেবেন, এর আগে নয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->