• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৫:৫২ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুষার ধসে নিহত ৮


বৃহঃস্পতিবার ১৯শে জানুয়ারী ২০২৩ দুপুর ১২:৫৫



তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুষার ধসে নিহত ৮

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

তীব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বরফ ধসে প্রাণ হারালেন কমপক্ষে ৮ জন। চীন প্রশাসন জানিয়েছে, এখনও নিখোঁজ বহু মানুষ। খবর রয়টার্সের। 

তাদের সন্ধানে একটি বিশেষ উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে শি জিনপিং সরকার। বিবৃতি অনুসারে, বুধবার (১৮ জানুয়ারি) রাত ৮টা নাগাদ লিনঝি এলাকার সংযোগ সড়কের ওপর ধসে পড়ে বরফ। এ সময় রাস্তায় থাকা যানবাহন এবং পথচারীরা চাপা পড়েন। তবে, নিখোঁজ ব্যক্তিদের নির্দিষ্ট সংখ্যাটি জানায়নি প্রশাসন। 

দুর্ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার ব্রিগেড ও উদ্ধারকারী দলের ১৩১ সদস্য। রয়েছে জরুরি কাজে নিয়োজিত ২৮টি গাড়িও। তবে, অন্যান্য যানবাহনের চলাচল অনিদিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। নিরাপত্তা বেষ্টনিতে ঘেরাও করা হয়েছে গোটা এলাকা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ