• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৩:০১ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৫ জনকে বহিষ্কার করলো বিএনপি


শুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৩



উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৫ জনকে বহিষ্কার করলো বিএনপি

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ৭৫ জনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন রয়েছেন।  

আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আগামী ৮ই মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

বহিষ্কৃত নেতাকর্মীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->