• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২১:১০ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম


বৃহঃস্পতিবার ২৪শে নভেম্বর ২০২২ বিকাল ০৪:১২



মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ছবি : সংগৃহীত

নানা নাটকীয়তার পর মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমের নাম ঘোষণা করেছেন রাজা সুলতান আবদুল্লাহ্। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ৩টায়) তিনি শপথগ্রহণ করবেন। এর মাধ্যমে ৭৫ বছর বয়সী রাজনীতিকের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসার দীর্ঘদিনের স্বপ্ন সত্য হবে।

৫৪ বছর রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ালেও কখনো সরকার প্রধান হতে পারেননি আলোচিত এই নেতা। গেলো সপ্তাহের সাধারণ নির্বাচনে ২২২ আসনের পার্লামেন্টে কোনো দলই সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রয়োজন ছিল ১১২ আসনে জয়। রাজনৈতিক অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেন রাজা সুলতান আবদুল্লাহ্।

মালয়েশিয়ার রাজনীতিতে রাজার পদটি আলংকারিক হলেও বিশেষ প্রয়োজনে তিনি সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রাখেন। ঝুলন্ত পার্লামেন্ট ঠেকাতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বাছাইয়ের উদ্যোগ নেন তিনি। সর্বোচ্চ ভোট পাওয়া দলগুলোকে জোট সরকার গঠনের পরামর্শ দেন তিনি। তবে, আনোয়ার ইব্রাহিমের সাথে ঐক্য করতে নারাজ মুহিউদ্দিন ইয়াসিন। অন্যদিকে, ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালও সমর্থন দেয়নি কোনো পক্ষকে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ