• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৮:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

শিক্ষার্থী ও অদক্ষ শ্রমিক খাতে কঠিন হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসানীতি!


সোমবার ১১ই ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:১৮



শিক্ষার্থী ও অদক্ষ শ্রমিক খাতে কঠিন হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসানীতি!

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

অভিবাসীর সংখ্যা কমিয়ে আনতে বিদেশি শিক্ষার্থীসহ অদক্ষ শ্রমিকদের ভিসা নীতিতে কড়াকড়ি আরোপের কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। আগামী দুই বছরের মধ্যে প্রায় ভেংগে পড়া অভিবাসী নীতির সমস্যা সমাধানে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর ফলে দেশটিতে  অভিবাসীদের সংখ্যা বর্তমানের তুলনায় অর্ধেকে নেমে আসতে পারে।  

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১১ই ডিসেম্বর সোমবার শিক্ষার্থী ও অদক্ষ কর্মীদের ভিসার বিষয়ে নতুন এনীতি প্রকাশ করেন দেশটির স্বররাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল । 

বিদেশি শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রে নতুন নীতিতে বলা হয়েছে, তাদের ইংরেজি পরীক্ষায় আগের চেয়ে অধিক নম্বর পেতে হবে। এ ছাড়া প্রথমবার অস্ট্রেলিয়ায় ভর্তির আবেদন বাতিল হলে দ্বিতীয়বার তাঁর আবেদন যাচাই-বাছাইয়ে অধিক সময়ক্ষেপণ হবে বলেও জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। 

২০২২-২৩ সালে ৫ লাখ ১০ হাজার অভিবাসী অস্ট্রেলিয়ায় প্রবেশ করেন। দেশটির সরকারের আশা, নতুন এ সিদ্ধান্তের ফলে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সালের মধ্যে অভিবাসীদের সংখ্যা প্রায় এক-চতুর্থাংশে নেমে আসবে। এ সংখ্যা অনেকটাই করোনা মহামারির ঠিক আগের সময়ের অভিবাসীর সংখ্যার কাছাকাছি হবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->