• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৫৩:০৩ (02-May-2024)
  • - ৩৩° সে:

একদিন বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান


শনিবার ১৪ই অক্টোবর ২০২৩ দুপুর ০২:১৪



একদিন বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রাজধানী ঢাকাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান আগামী ২২ অক্টোবর বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

শনিবার (১৪ অক্টোবর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এতে বলা হয়, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আগামী ২২ অক্টোবর (রোববার) সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 

এদিকে, মহালয়া দিয়ে আজ (১৪ অক্টোবর) থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। কৃষ্ণপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনায় এ মহালয়া। তবে, পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ২০ অক্টোবর। 

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলন করে পূজা উদযাপন পরিষদ জানায়, এবার সারা দেশে ৩২ হাজার ৪০৭টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এ হিসেবে গত বছরের চেয়ে এ বছর ২৪০টি বেশি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে। 

আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ