ছবি সংগৃহীত
পেরুর রাজধানী লিমার হোর্হে চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ফায়ার ট্রাকের সঙ্গে বিমানের সংঘর্ষে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে ল্যাটাম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য নিহত হয়নি বলে এয়ারলাইনটি জানিয়েছে।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ধ্যা ৭টায় ২০ জন যাত্রীকে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছিল, তাদের মধ্যে অন্তত দুই জনের অবস্থা গুরুতর ছিল।
টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে এ ঘটনায় দুই দমকলকর্মী নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়ো, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির বিপরীত দিক থেকে আসা দুটি ফায়ারট্রাকের সামনেরটিকে রানওয়ে থেকে সরে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। কিন্তু সম্ভব হয়নি।
এই নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে ল্যাটাম এয়ারলাইন্সের দ্বিতীয় আরেকটি বিমান দুর্ঘটনায় পড়ল। এর আগে এয়ারলাইন্সটির আরেকটি উড়োজাহাজ ঝড়ের মধ্যে জরুরি অবতরণে বাধ্য হওয়া সময় সেটির নাক ভেঙ্গে যায়।
মন্তব্য করুনঃ