চ্যানেল এস ডেস্ক:
বিএনপি-জামায়াত চক্র সহিংস আন্দোলন চালাতে একটি অরাজনৈতিক ও অহিংস আন্দোলনকে ব্যবহার করেছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক সাম্প্রতিক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সজীব ওয়াজেদ বলেন, একটি শান্তিপূর্ণ আন্দোলন পরিণত হয়েছে অগ্নিসংযোগ, ভাঙচুর, সহিংসতা এবং লুটপাটের আন্দোলনে। কিন্তু কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সহিংসতায় জড়িত নয় বলে জানিয়েছে। সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত বলেও তারা বিবৃতি দিয়েছে। সহিংসতার মধ্যি দিয়ে বিএনপি জামাত চক্র জনগণকে আতঙ্কে ফেলে দিয়েছে বলেও মন্তব্য করে জয়। সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়ে জয় বলেন, কোনো ছাত্র সরকারি ও বেসরকারি সম্পত্তির প্রতি এতটা অবজ্ঞা প্রদর্শন করতে পারে না।
মন্তব্য করুনঃ