ছবি: সংগৃহীত
চ্যানেল এস ডেস্ক:
রাজধানীতে দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি আজ। প্রায় একই সময়ে কর্মসূচি দিয়েছে দলদুটি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে বিএনপি।
দলীয় প্রধানের মুক্তির দাবিতে প্রায় ৮ মাস পর ডাকা এ কর্মসূচি ঘিরে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। অন্যদিকে, একই সময়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগও।
দলের প্লাটিনাম জুবিলি বা ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। আর এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুর কাদেরের।
                                    
মন্তব্য করুনঃ