• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৫:০০:১১ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে: জয়নুল আবদিন


সোমবার ২৩শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩১



No Caption

চ্যানেল এস: 

মুগ্ধ, সাইদদের রক্তের দাগ শুকানোর আগেই শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন,  বিএনপি চেয়্যারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে, জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে, তিনি এ মন্তব্য করেন।  ফারুক বলেন, কূটনৈতিক ভিসার মেয়াদ শেষ হলেও শেখ হাসিনাকে দেশে ফেরত না পাঠিয়ে, ভারত প্রমাণ করেছে তারা এদেশের বন্ধু নয়। দেশের সব জায়গায় এখনও শেখ হাসিনার আবর্জনারা বসে আছে জানিয়ে, অন্তবর্তী সরকার ও জনগনকে জঞ্জাল পরিস্কার করার আহ্বান জানান জয়নুল আবদিন। একই সঙ্গে জাতিসংঘের অধিবেশনে, বিগত ১৬ বছরে শেখ হাসিনার অপকর্ম তুলে ধরতে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি। 

মন্তব্য করুনঃ


-->