চ্যানেল এস ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই।
পদত্যাগপত্র সংগ্রহ করার বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি। একটি গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি। অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সংবিধানের ৫৭ এর ক অনুচ্ছেদে বলা আছে, 'প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে তখন, যদি তিনি কোন সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। রাষ্ট্রপতি বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন—এমন তথ্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গণমাধ্যমে জানিয়েছিলেন। তবে তার পদত্যাগের কোনো সরকারি বা দালিলিক প্রমাণ এখনো মেলেনি।
মন্তব্য করুনঃ