• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ সকাল ০৯:০৫:০৭ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

০৬:৪৮ পিএম, ২৮ অগাস্ট ২০২৫


ক্যাটাগরি

আওয়ামী লীগ

ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা........


বৃহঃস্পতিবার ২৮শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮



ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা........

ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা........

চট্টগ্রামে কর্ণফুলী টানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অপর তিন আসামি হলেন সেতু বিভাগের সাবেক সচিব ও নির্বাহী পরিচালক (অবসরপ্রাপ্ত) খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) কবির আহমদ এবং সাবেক পরিচালক ও যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ। দুদকের অনুসন্ধান অনুযায়ী, বিদেশি বিশেষজ্ঞদের সুপারিশ উপেক্ষা করেই অপ্রয়োজনীয় তিনটি কাজ (পরিষেবা এলাকা, পর্যবেক্ষণ সফটওয়্যার এবং একটি ট্যাগ বোট) প্রকল্পে যুক্ত করা হয়। এতে সরকাররর প্রায় ৫৮৫ কোটি ২৯ লাখ টাকা ক্ষতি হয়েছে। এসব কাজ অন্তর্ভুক্ত করে অনুমোদন দেওয়া হয় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে। শুধু তাই নয়, আসামিরা পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ), ২০০৬ এর বিধান লঙ্ঘন করে প্রকল্পে বিদেশি পরামর্শক নিয়োগ দেন। এতে ৫৫ লাখ ২১ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->