• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩০:৩২ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাচ্ছেন বিরোধী প্রার্থী ফায়ে


মঙ্গলবার ২৬শে মার্চ ২০২৪ দুপুর ১২:১০



সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাচ্ছেন বিরোধী প্রার্থী ফায়ে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

আফ্রিকার দেশ সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত জয় পেতে যাচ্ছেন সরকারবিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে। ইতিমধ্যে ফোন করে ফায়েকে অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাসীন জোটের প্রার্থী আমাদু বা (৬২)। 

৪৩ বছর বয়সী ফায়ে সেনেগালের রাজনীতিতে নবাগত হিসেবে পরিচিত। তিনি দেশটির বিক্ষুব্ধ তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। 

গত রোববার সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়। গত সোমবার দেশটির নির্বাচন কমিশন জানায়, ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ফায়ে পেয়েছেন ৫৩ দশমিক ৭ শতাংশ ভোট। আর আমাদু পেয়েছেন ৩৬ দশমিক ২ শতাংশ ভোট।

নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় সেনেগালের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বাসিরু দিওমায়ে ফায়ের নাম ঘোষণায় কোনো বাধা নেই।

সেনেগাল সরকারের মুখপাত্র গতকাল সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোটের প্রার্থী আমাদু বা ফোন করেছিলেন ফায়েকে। তিনি ফায়েকে অভিনন্দন জানিয়েছেন। 

পরে এক বিবৃতিতে আমাদু বা বলেন, ‘এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রবণতার আলোকে এবং যখন আমরা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছি, তখন আমি অভিনন্দন জানাই...প্রথম পর্বে তাঁর বিজয় নিশ্চিত করেছেন ফায়ে।’ 

ফায়েকে অভিনন্দন জানিয়েছেন সেনেগালের বিদায়ী প্রেসিডেন্ট ম্যাকি সাল। তিনি বলেন, এর মধ্য দিয়ে ‘সেনেগালের গণতন্ত্রের বিজয়’ হয়েছে। 

২০১২ ও ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছিলেন ম্যাকি সাল। তিনি এবারের নির্বাচনে অংশ নেননি। এখন নতুন প্রেসিডেন্টের বড় দায়িত্ব হবে ঐতিহ্যগতভাবে স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত সেনেগালকে কয়েক বছরের রাজনৈতিক সংকট থেকে বের করে আনা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ