• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১২:২৮ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

বাথরুম ইউজের কথা বলে অফিস দখলের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে: জিএম কাদের


শনিবার ৩রা ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:২৫



বাথরুম ইউজের কথা বলে অফিস দখলের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে: জিএম কাদের

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রওশন এরশাদের অনুসারী নেতারা বাথরুম ব্যবহারের কথা বলে ভেতরে ঢুকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলের প্রপাগান্ডা ছড়িয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর জাতীয় পার্টি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

জিএম কাদের বলেন, এরশাদের আদর্শ নিয়ে আরও ১০টি দল হতে পারে, তবে চলমান একটি দলকে ভেঙে ফেলার অবস্থা হয়নি। যারা মিডিয়ায় কাকরাইল অফিস দখলের প্রপাগান্ডা ছড়িয়েছেন, তারা বাথরুম ইউজের কথা বলে অফিসে ঢোকেন।

তিনি বলেন, দলে যেসব ত্রুটি আছে সেগুলো সারিয়ে নিতে হবে। সবাইকে এক লাইনে থাকতে হবে, নইলে ব্যবস্থা নেয়া হবে।

পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে পারলে জাতীয় পার্টি এগিয়ে যেতে পারবে মন্তব্য করে কাদের বলেন, সরকার আমাদের সংসদে নিয়ে গেছে কথাটি সত্য নয়, আমরা নিয়ন্ত্রিত হয়েছি এটা আপেক্ষিক সত্য, তবে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। 

নির্বাচনে আসন ভাগভাগির প্রশ্নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) আসন ছাড়েননি, তারা সব জায়গায় লোক দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছে।

অল্পসংখ্যক সদস্য নিয়ে সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করার বিষয়ে জিএম কাদের বলেন, সত্য বলার সুযোগ থাকলে দু-তিনজনেই সংসদ কাঁপিয়ে দেয়া যায়।

সাগর-রুনি হত্যার তদন্তে আরও ৫০ বছর লাগলে দিতে হবে–আইনমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আইনমন্ত্রীর বক্তব্য আমার কাছে মধ্যযুগীয় শাসন ব্যবস্থার মতো মনে হয়েছে। তিনি কি গায়ের জোরে কথা বলেন?’

সংরক্ষিত আসন নিয়ে তিনি বলেন,  আমরা দুটি সংরক্ষিত আসন পেতে পারি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->