• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫৩:৪৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

কেনিয়ায় বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ১৬৯, নিখোঁজ শতাধিক


বুধবার ১লা মে ২০২৪ দুপুর ০১:৪৮



কেনিয়ায় বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ১৬৯, নিখোঁজ শতাধিক

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৯ জনে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। 

মঙ্গলবার কেনিয়া সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আফ্রিকাভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস। 

কেনিয়ার সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা এক সংবাদ সম্মেলনে জানান, মারা যাওয়া ৬৬ জনের মধ্যে ৬০ জন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু।  

বন্যার কারণে ৩০ হাজার ২১৪টি কেনিয়ান পরিবার বাস্তুচ্যুত হয়েছে। আর জনসংখ্যার হিসেবে বাস্তুচ্যুতদের সংখ্যা প্রায় এক লাখ ৯০ হাজার ৯৪২ জন।  

কর্তৃপক্ষ বলছে, মূলত ভারী বৃষ্টিপাত এবং নদীর পানি উপচে পড়ে সৃষ্ট বন্যায় অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। 

কেনিয়ার সরকার ঘোষণা করেছে, তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য হাসপাতালের সমস্ত খরচ বহন করবে। এছাড়া ক্ষয়ক্ষতির শিকার পরিবারগুলোর আর্থিক বোঝাও কমিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->