• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০২:৩৭ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বৈঠক আজ


সোমবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:০৭



রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বৈঠক আজ

No Caption

 আন্তর্জাতিক ডেস্কঃ  

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) মিয়ানমারের রাজধানী নেপিদোতে দুই দেশের মহাপরিচালক পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অণু বিভাগ) মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে চার সদস্যের একটি দল অবস্থান করছেন নেপিদোতে। তারা গত শনিবার (২ সেপ্টেম্বর) ইয়াঙ্গুনে যান।

চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় উদ্যোগের আওতায় ডিসেম্বরের মধ্যে পাইলট প্রকল্প হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে এবং আগামী কয়েক মাসে দুই দেশের পক্ষ থেকে আরও কয়েকটি সফর হবে বলে জানা গেছে।

এছাড়াও এই সফরে বাংলাদেশের কর্মকর্তাদের রাখাইন অঞ্চল পরিদর্শন করানো হবে।

এর আগে, গত ১৫ মার্চ মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মংডুর আঞ্চলিক পরিচালক অং মাইউর নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে এবং ৪২৯ জন রোহিঙ্গার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে ২২ মার্চ মিয়ানমারে ফিরে যায়।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হয় সেনা অভিযান। অভিযান শুরুর পরের পাঁচ মাসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আর আগে থেকেই বাংলাদেশে প্রায় চার লাখ রোহিঙ্গা ছিল। বর্তমানে পুরনো ও নতুন মিলিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১২ লাখেরও বেশি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->