• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৪৭:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

০২:৪৬ পিএম, ২০ অগাস্ট ২০২৪


ক্যাটাগরি

সারাদেশ
জেলার খবর
প্রধানমন্ত্রী কর্নার

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন ভুলতা কলেজের অধ্যক্ষ


মঙ্গলবার ২০শে আগস্ট ২০২৪ দুপুর ০২:৪৬



শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন ভুলতা কলেজের অধ্যক্ষ

ছবি: সংগৃহীত

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের গণ আন্দোলনে মুখেঅবশেষে পদত্যাগ করলেন ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষআব্দুল আউয়াল মোল্লা। 

সোমবারবিকেলে তিনি পদত্যাগ পত্র জমা দেন। পরে সেটাউপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।এদিকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়লেআন্দোলনরত শিক্ষার্থী ঢাকা-সিলেট মহাসড়কথেকে তাদের অবরোধ তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠা আনন্দ মিছিল বের করেন। শিক্ষার্থীরাবলেন, অধ্যক্ষ আউয়াল মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাযেন অংশ গ্রহন নাকরেন সেজন্য ভয়ভীতি দেখিয়েছেন। তাছাড়া, ভুলতা স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদেরকাছ থেকে পরীক্ষায় ফরমপূরনে অতিরিক্ত ফি আদায়, বাধ্যতামূলককোচিং করানো, অতিরিক্ত বেতন আদায়, শিক্ষার্থীদেরবিভিন্ন অযুহাতে হয়রানী, বিগত সরকারের আমলেদলীয় প্রভাব খাটিয়ে  নানাঅনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->