• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৩৬:৪৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৭:৪০ পিএম, ১৮ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
বিএনপি
সারাদেশ
জেলার খবর

পাবনায় পদযাত্রা করেছে বিএনপি


মঙ্গলবার ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪০



পাবনায় পদযাত্রা করেছে বিএনপি

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় পদযাত্রা করেছে বিএনপি। অপরদিকে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে ‘উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ’ করেছে পাবনা জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরের দিকে দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের করে বিএনপি। একই সময়ে শহরের আবদুল হামিদ সড়কে দলীয় কার্যালয়ে সামনে ‘উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ’ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপির কর্মসূচীতে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এদিকে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন এবং পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানসহ অন্যান্য নেতারা। উভয় দলের কর্মসূচীতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->