• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ দুপুর ১২:০১:৪৯ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে পানিবন্দি অর্ধলাখ মানুষ


রবিবার ৭ই জুলাই ২০২৪ দুপুর ০১:১৯



সিরাজগঞ্জে পানিবন্দি অর্ধলাখ মানুষ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে যমুনা নদীর পানি বৃদ্ধির হার কিছুটা কমলেও এখনো যমুনা নদী পয়েন্টে পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ইতোমধ্যে বন্যাকবলিত হয়ে পড়েছে জেলার পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নের অর্ধলাখ মানুষ। বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় বন্যাকবলিত মানুষেরা উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। এদিকে, পানি উঠে পড়ায় জেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। তবে বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্যাকবলিত মানুষদের দুর্ভোগ বেড়েছে। যদিও ইতোমধ্যে বন্যাকবলিতদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। 

অন্যদিকে, জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত হয়ে পড়েছে জেলার ৭ উপজেলার ৪২টি ইউনিয়ন। এতে পানিবন্দি দুর্গত এলাকার লাখো মানুষ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->