• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:২৬:১৪ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন: ইসি


মঙ্গলবার ৬ই ডিসেম্বর ২০২২ দুপুর ০২:১০



৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন: ইসি

ছবি : সংগৃহীত

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৪ জানুয়ারি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ইসি ভবনে নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম।

তিনি জানান, নির্বাচনে আগের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। এর আগে অনিয়মের অভিযোগে এই নির্বাচন স্থগিত করেছিল ইসি।

ইসি সচিবালয়ের সচিব জানান, সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এবারও ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানান তিনি। ভোটে রিটার্নিং কর্মকর্তাকে পরিবর্তন করে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম।

এর আগে, গত ১২ অক্টোবর এই আসনে ভোটে অনিয়মের অভিযোগে ভোট বন্ধ করে দিয়েছিল ইসি। অনিয়মের ঘটনায় ১৩৪ জন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে নির্বচন কমিশন। তবে মঙ্গলবার ইসির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ