• ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২৪:৪২ (05-May-2024)
  • - ৩৩° সে:

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি


বৃহঃস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২৬



শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা স্কুল, কলেজ ও মাদ্রাসার ছুটি শেষ হচ্ছে শনিবার (২৭ এপ্রিল)। তাই রোববার (২৮ এপ্রিল) থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বেশ কয়েকটি নির্দেশনাও দেয়া হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এছাড়া দেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। থাকছে যেসব নির্দেশনা ✿ শ্রেণি কক্ষের বাইরে যেকোনো কার্যক্রম থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে হবে। ✿ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। ✿ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৪ মে থেকে শনিবারও শ্রেণি কার্যক্রম চালু থাকবে। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধের ঘোষণা দেয় সরকার। আর ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার। তবে ছুটি না বাড়ায় রোববার থেকে ক্লাস শুরু হচ্ছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ