• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৪:০১ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার


শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:১৪



ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার

ব্রিফিং করছেন ‍পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

মোঃ জাকির হোসাইন, চলনবিল প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি।

শনিবার(১৪ জানুয়ারী) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

গ্রেপ্তারকৃতরা হলেন,আনোয়ার উদ্দিন, ইব্রাহিম হোসেন ও সাকিবুর রহমান। 

পুলিশ পৃথক অভিযান চালিয়ে ঈশ্বরদীর আরামবাড়িয়ায় থেকে আনোয়ার,পাকশী থেকে ইব্রাহিম ও রাজশাহীর চারঘাট থেকে সাকিবকে গ্রেপ্তার করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এরআগে গত ৪ জানুয়ারী রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যা করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->