• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ০১:০৩:৪১ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

২০৩৪ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান ফিফা সভাপতি


শুক্রবার ৮ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:২৯



২০৩৪ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান ফিফা সভাপতি

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

ক্যারিয়ারে একটাই অপূর্ণতা ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। তা হলো দেশের হয়ে বিশ্বকাপ জেতা। সর্বশেষ কাতার বিশ্বকাপ জিতে সেই অপূর্ণতা ঘুচিয়ে ফেলেছেন এই ফুটবল জাদুকর। বয়স এখন ৩৬। আর তাই ফিট থাকলেই কেবল ২০২৬ বিশ্বকাপ খেলতে পারেন মেসি। তবে আর্জেন্টাইন এই তারকাকে শুধু ২০২৬ নয়, ২০৩৪ বিশ্বকাপেও দেখতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত পরবর্তী বিশ্বকাপে মেসিকে দেখতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে ফিফা প্রধান বলেন, 'আমি আশা করি মেসি আগামী বিশ্বকাপে খেলবেন। তারপরের বিশ্বকাপে এমনকি ২০৩৪ বিশ্বকাপেও। যতদিন তিনি (মেসি) খেলতে চান।' 

২০২৬ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে মেসি বলেছিলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি না যে আমি সেখানে থাকব না। কারণ, যেকোনো কিছু হতে পারে। মূল কারণ আমার বয়স। আমার সেখানে না থাকাটাই স্বাভাবিক। এরপর দেখা যাবে। যতদিন পর্যন্ত মনে হবে আমি ভালো আছি এবং দলে অবদান রাখতে পারি ততদিন পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব। এখন আমি কেবল কোপা আমেরিকায় যাওয়ার কথাই ভাবছি। এরপর সময় বলবে আমি সেখানে (বিশ্বকাপে) থাকব কি থাকব না।’ 

মন্তব্য করুনঃ


-->