• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:১৬:৫৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

প্যারিস অলিম্পিকের প্রথম দুই সোনা চীনের


শনিবার ২৭শে জুলাই ২০২৪ বিকাল ০৪:৫৭



প্যারিস অলিম্পিকের প্রথম দুই সোনা চীনের

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। শনিবার (২৭ জুলাই) ১৩টি ইভেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। প্যারিস অলিম্পিকের প্রথম পদকের দেখা পেয়েছে কাজাখস্তান। অন্যদিকে প্রথম সোনা নিজেদের করে নিয়েছে চীন। 

শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে ১৭-৫ ব্যবধানে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি। 

এই ইভেন্টের সোনা জিতেছে চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। চীনের কাছে হেরে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->