• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৮:১৯:৪৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

ইংল্যান্ডের হৃদয় ভেঙে ইউরো চ্যাম্পিয়ন স্পেন


সোমবার ১৫ই জুলাই ২০২৪ বিকাল ০৩:০৫



ইংল্যান্ডের হৃদয় ভেঙে ইউরো চ্যাম্পিয়ন স্পেন

ছবি: চ্যানেল এস

স্পোর্টস ডেস্ক: 

ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ ইউরো শিরোপা জতিল স্পেন। 

খেলা প্রথমার্ধে তেমন না জমলেও। বিরতির পরই দৃশ্যপট বদলে দেন নিকো উইলিয়ামস। ম্যাচের ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে লামিনে ইয়ামালের নিখুঁত পাসে বাঁ-পায়ের শটে পিকফোর্ডকে পরাস্ত করেন উইলিয়ামস। গোলের আনন্দে মেতে ওঠে স্প্যানিশরা। ম্যাচের ৭৩ মিনিটে  পিছিয়ে পড়া ইংল্যান্ড সমতায় ফেরে । এরপর ৮৬ মিনিটে বদলি মিকেল ওয়ারজাবালার গোলে মেতে ওঠে স্পেনের গ্যালারি। থেমে যায় ইংলিশদের চিৎকার। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->