• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:৩২ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৩৩



টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

গ্রেফতার শফিকুল ইসলাম।

রাশেদ খান মেনন, টাঙ্গাইল প্রতিনিধি :

গ্রেপ্তার এড়াতে নিজের নাম এবং ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ৩৩ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শফিকুল ইসলাম ওরফে আগুন পাগলা। 

শুক্রবার(৬ জানুয়ারী) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। 

শফিকুল টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামের মুকছেদ আলীর ছেলে। 

টাঙ্গাইলের বাসাইল থানায় ১৯৮৪ সালের একটি ডাকাতি মামলায় শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।এরপর থেকে পরিচয় গোপণ করে দেশের বিভিন্নস্থানে বসবাস করতে থাকেন তিনি। জিজ্ঞাসাবাদে শফিকুল তার পরিচয় গোপন এবং ভুয়া ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। 

র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেফতারের পর তাকে বাসাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->