• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৪২:১৯ (26-Sep-2025)
  • - ৩৩° সে:

সৌদির গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক......


বুধবার ২৪শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০



সৌদির গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক......

সৌদির গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক......

সৌদি আরবের গ্রান্ড মুফতি এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আলে শায়খ-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শোকবাণীতে তিনি বলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আলে শায়খ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল। তিনি সুদীর্ঘ ৩৫ বছর পবিত্র হজের দিক-নির্দেশনামূলক খুতবা দিয়ে মুসলিম উম্মাহর বিরাট খেদমত করে গিয়েছেন। তাঁর ইন্তিকালে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবনের সকল খেদমত কবুল করুন। তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের আলা দারাজা নসীব করুন। তিনি আরও বলেন, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মুহাম্মাদ আলে শায়খ ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা, যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে।
শোকবাণীতে ডা.শফিকুর রহমান  বলেন, জামায়াতে ইসলামী  তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও সৌদি আরবের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন
জানিয়ে তাদেরকে ধৈর্য ধারণ করার তৈফিকের জন্য  দোয়া প্রার্থনা করেন। ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় (সৌদি আরবের স্থানীয় সময়) তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
উল্লেখ্য,তিনি ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার সুদীর্ঘকালের খতিব হিসেবে রেকর্ড গড়েন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।
 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->